দিরাইয়ে কাল বৈশাখীর ছোবল

Jsd Deraipic-28-04-14জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা প্রতিনিধি: প্রায় এক ঘণ্টা স্থায়ী কাল বৈশাখীর ঝড়ে দিরাইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, ভেঙ্গে চুরমার হয়ে গেছে দোকানপাটসহ কয়েকশত ঘরবাড়ি। এছাড়া কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়ে রাস্তা ও বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টায় পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে আঘাত হানা কাল বৈশাখীর ঝড়ে দিরাই উপজেলা ছাড়াও শাল্লা ও দক্ষিণ সুনামগঞ্জের বেশ কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়িসহ লক্ষাধিক গাছপালা ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়, এরমধ্যে কয়েকশত ঘরবাড়ি একেবারে ভেঙ্গে চুরমার হয়েছে। দিরাই উপজেলা কৃষি অফিস জানায়, রোববার রাতের কাল বৈশাখীর প্রচণ্ড ঝড়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে, যার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকার বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন জানান, কোথাও ৫০টি, আবার কোথাও ১০০-১৫০টি বাড়িঘর নষ্ট হয়েছে বলে জেনেছি। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, পুরো উপজেলায় প্রায় ৫ হাজার ঘরবাড়ি ও কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়ার খবর পেরেছি। সূত্র আরো জানায়, উপজেলার সবকটি ইউনিয়নের পাশাপাশি পৌরসদরেও কমবেশি ক্ষতি সাধিত হয়েছে।