পদত্যাগের খবর উড়িয়ে দিলেন এরশাদ
সুরমা টাইমস রিপোর্টঃ নিজের পদত্যাগের গুঞ্জনকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এরশাদ বলেন, ‘আমি কার কাছে পদত্যাগ করব? সেই বীরপুরুষটা কে?’
গতকাল রবিবার রাতে গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রওশন এরশাদসহ বেশ কয়েকজন নেতা এরশাদকে উদ্দেশ করে আক্রমণাত্মক বক্তব্য দেন।
এ ঘটনায় আজ সোমবার দিনভর গুঞ্জন ছিল, ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন এরশাদ। এ ব্যাপারে জানতে চাইলে খবরটিকে ‘গুজব’ আখ্যায়িত করে এরশাদ বলেন, ‘আমাকে ছাড়া জাতীয় পার্টির অস্তিত্ব আছে? থাকতে পারে?’