প্রীতির হাসি কাড়তে মরিয়া মালিয়ার দল
সুরমা টাইমস স্পোর্টসঃ প্রথম চারটি ম্যাচ জিতে আইপিএল সেভেনে মেঘের উপর দিয়ে হাঁটছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএল-এ স্বপ্নের পারফরম্যান্স প্রীতির দলের। সোমাবার বলিউড গ্ল্যমার গার্ল প্রীতির মুখের হাসি কাড়তে মরিয়া বিজয় মালিয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল সেভেন টানা প্রথম দু’টি ম্যাচ জিতে শুরুটা ভাল করলেও তা ধরে রাখতে ব্যর্থ কোহলি অ্যান্ড কোং। শেষ দু’টি ম্যাচে কলকাতা নাইটরাইডার্স এবং রাজস্থান রয়্যালসের কাছে হেরে জয়ের সরণি থেকে ছিটকে গিয়েছে আরসিবি।
আইপিএল সেভেনে তারকাহীন দল গড়ে শুরুতেই এতো সাফল্য আসবে, আশা করেনি কিংস ইলেভেন টিম ম্যানেজমেন্ট। ভাবেননি মালকিন প্রীতি জিন্তা স্বয়ং। নিলামে অন্যদের বাতিল ঘোড়াদের কিনে বাজিমাত পাঞ্জাবের। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ। তারকাদের পিছনে না-ছুটে দল গড়েছে কিংস ইলেভেন। দলের গ্ল্যামার মুখ বলতে মালকিন নিজেই। মুম্বাইয়ের বাতিল খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল এবং দিল্লির বাতিল ঘোড়া বীরেন্দ্র সেহওয়াগকে নিলামে কেনে পাঞ্জাব। বীরুকে এখনও চেনা ছন্দে দেখা না-গেলেও ব্যাটে ঝড় তুলে আইপিএল সেভেনে ইউএসপি হয়ে উঠেছেন ম্যাক্সওয়েল। ডেভিড মিলার ও ম্যাক্সওয়েল জুটিতে অন্যদের লুটছে প্রীতির পাঞ্জাব। এই জুটি ইতিমধ্যেই আইপিএল সমর্থকদের কাছে ‘ম্যাড ম্যাক্স ও কিলার মিলার’ হিসেবে ধরা দিয়েছে। শনিবার কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে মিলার-ম্যাক্সওয়েল ব্যর্থ হলেও জয় পেতে অসুবিধা হয়নি। ২৩ রানে নাইটদের হারিয়ে টানা চার ম্যাচ জিতে লিগ তালিকায় এক নম্বরে রয়েছে পাঞ্জাব।
অন্য দিকে, টানা দু’ ম্যাচ হেরে ফের জয়ে ফিরতে মরিয়া আরসিবি। শনিবার রাজস্থানের কাছে লজ্জাজনক হার কোহলিদের। রয়্যালস বোলিয়ের সামনে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় আরসিবি ইনিংস। আইপিএল-এর ইতিহাসে যা ব্যাঙ্গালোরের সর্বনিন্ম স্কোর । রাজস্থানের কাছে ছ’ উইকেটে হেরে কোহলি বলেন, ‘এই দিনটা তাড়াতাড়ি ভুলতে চাই।’ দলে তারকা ব্যাটসম্যান নিয়ে ব্যাটিং ব্যর্থতায় ডুবছে মালিয়ার দল। কোহলি, যুবরাজ সিং, এবি ডে’ভিলয়ার্সরা প্রত্যাশাপূরণে ব্যর্থ। পিঠের ব্যাথার জন্য আইপিএল সেভেনে এখনও আরসিবি-র হয়ে ব্যাট হাতে দেখা যায়নি ক্রিস গেইল। আগের দু’টি আইপিএল-এ ব্যাট হাতে মালিয়ার দলকে সাফল্য এনে দিয়েছিলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’।- স্বাভাবিক ভাবেই সোমবার ফিট হয়ে গেইল দলে ফিরলে চিন্তায় থাকবে প্রতিপক্ষের বোলাররা।