ছাতক-দোয়ারায় ২শ’ ২০কার্টন দুম্বার মাংস বিতরন
ফকির হাসান ছাতক থেকে : ছাতক ও দোয়ারা উপজেলায় সৌদি সরকারের দেয়া ২শ’ ২০ কার্টন দুম্বার মাংস বিতরন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ছাতক উপজেলা পরিষদ চত্বর থেকে এসব দুম্বার মাংস বিতরন করা হয়। দোয়ারা উপজেলার ৯ইউনিয়নে বিতরনের জন্য ৮৫কার্টন এবং ছাতক পৌরসভাসহ ১৩ইউনিয়নে ১শ’ ৩৫কার্টন দুম্বার মাংস বিতরন করা হয়। প্রতি ইউনিয়নে ৯কার্টন করে বিতরন করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। গত বছর দুম্বার মাংস উপজেলা চত্বরে পৌছলে অডিটোরিয়ামে তালাবদ্ধ করে রাখা হয়। পরদিন ভোরে উপজেলা প্রশাসনের দু’কর্মকর্তার সহায়তায় অডিটোরিয়াম থেকে দুম্বার মাংস ভাগ-বাটোয়ারা করে নেয়। এ নিয়ে উপজেলা চত্বরে তুলকালাম কান্ড ঘটে। দুম্বার মাংস লুটের ঘটনায় জড়িত থাকায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের এক কর্মচারীকে বদলি করা হয়েছিল। এ বছর মাংস বিতরনে কোন অনিয়ম পরিলক্ষিত হয়নি।