বঙ্গবন্ধুকে নিয়ে এমসি কলেজে শিক্ষকের কটুক্তি : ক্যাম্পাসে মিছিল-সমাবেশ ও অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি
শিক্ষক মোশাররফ হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে বহিস্কারের দাবি
সুরমা টাইমস রিপোর্টঃ এমসি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ ও অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষককে ২৪ ঘন্টার মধ্যে কলেজ থেকে বহিস্কারের দাবি জানিয়েছে। এমসি কলেজ ছাত্রলীগ কর্মী ও অর্থনীতি বিভাগের চতুর্থ বিভাগের ছাত্র রাসেল আহমদ জানান, রবিবার পরীক্ষা চলাকালীন সময়ে তিনি কলেজে যান। এসময় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন তাকে ডেকে নিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কলেজে প্রবেশ করার কারণ ও তার পরিচয় জানতে চান। এ সময় রাসেল জরুরী কাজ ও নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন মোশাররফ হোসেন। তিনি ক্ষিপ্ত হয়ে জাতির জনক বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া ও ছাত্রলীগ নিয়েও তিনি আপত্তিকর কথাবার্তা বলেন -এমন দাবিও করেন রাসেল।
এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ থেকে অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে বহিস্কারের দাবি জানানো হয়। সমাবেশ চলাকালে সেখানে উপস্থিত হন কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার। তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা শান্ত হন। পরে বেলা ২টার দিকে ছাত্রলীগ একই দাবিতে অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করে। এমসি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আজির উদ্দিন জানান, কটুক্তিকারী শিক্ষককে আজীবনের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করা না হলে ছাত্রলীগের আন্দোলন অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান। এমসি কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার বলেন, শিক্ষক-ছাত্রের মধ্যে সামান্য সমস্যা হয়েছে। তার সমাধান হয়ে যাবে। তিনি ছাত্রলীগের স্মারকলিপি প্রাপ্তির সত্যতা স্বীকার করেন।