মেয়র আরিফ হৃদরোগে আক্রান্ত : ভোরে নেয়া হচ্ছে ঢাকায়
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হাসপাতালে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য শনিবার ভোরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নিয়ে যাওয়ার কথা রয়েছে।
মেয়র আরিফের শয্যাপাশে থাকা এসিড সন্ত্রাস নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আবদুল্লাহ গুলজার জানান- রাত সোয়া ৯টার দিকে নগরীর এইডেড স্কুলে একটি সভায় যোগ দিতে বাসা থেকে গাড়ি নিয়ে বের হন মেয়র আরিফ। রাস্তায় বুকে ব্যথা অনুভব করলে তিনি নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
জুরেজ আবদুল্লাহ আরো জানান- চিকিৎসকরা জানিয়েছেন মেয়র আরিফ এখন শঙ্কামুক্ত। তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার ভোর সাড়ে ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান জুরেজ।