রাখালগঞ্জ কে.সি. উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কর্ণধার আজকেরশিক্ষার্থীদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ
——-মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি
সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু সাম্য ভ্রাতৃত্বের বন্ধনকে অটুট করে না, আনুগত্যের শিক্ষা দেয়। ক্রীড়া লেখাপড়ার একটি অংশ। সারা বছরের ক্লান্তিকে দূর করতে ক্রীড়া শিক্ষার্থীদের মনে নতুন আবহের সৃষ্টি করে। তবে জ্ঞান অর্জনকে শিক্ষার্থীরা অগ্রাধিকার দিতে হবে। সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার কর্ণধার আজকের শিক্ষার্থীদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। তাই শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টিসহ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে সংশ্লিষ্ট সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি তার বক্তব্যে বিদ্যালয়কে কলেজে রূপান্তর করণসহ এর উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং অচিরেই একটি ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে সকলকে আশ্বস্থ করেন।
মাহমুদ-উস-সামাদ চৌধুরী গতকাল শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ কে.সি. উচ্চ বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ এম.এ. মহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুর রহমান সরদার, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু, আজিজুল আম্বিয়া, আওয়ামীলীগ নেতা আহমেদ হোসেন খোকন, খিজির খান, আতিকুর রহমান, সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বখত, যুবলীগ নেতা মনছুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা চন্দ্র দত্ত প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি