শাবিতে যৌন হয়রানি: শাস্তির দাবিতে ৪৮ঘন্টার ধর্মঘট
সুরমা টাইমস ডেস্কঃ ছাত্রী কটুক্তি ও যৌন হয়রানির অভিযোগে শিক্ষক নাছির উদ্দিনের চাকরিচ্যুতির দাবি বাস্তবায়ন না হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার ৪৮ ঘন্টার ধর্মঘট আহবান করা হয়েছে। শনিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে আন্দোলনকারীদের মুখপাত্র শরীফুল ইসলাম বুলবুল এ ঘোষণা দিয়েছেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালনের আহবান জানিয়েছেন। পরে ধর্মঘটের সমর্থনে সন্ধ্যায় ক্যাম্পাসে একটি বিশাল আলোক মিছিল বের করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৩০ মার্চ লোক প্রশাসন বিভাগের এক ছাত্রী বিভাগের কর্মচারী আবু সালেহ কর্তৃক যৌন হয়রানির শিকার হন। পরে গত ৩১মার্চ বিষয়টি লিখিত অভিযোগ দায়ের করলে বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন অভিযোগকারী ছাত্রী সম্পর্কে উল্টো আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় ২২ এপ্রিল সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নাছির উদ্দিনকে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে ১বছরের জন্য বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।