২৮ এপ্রিল সিলেট কল্যাণ সংস্থার ১ ঘণ্টার অবস্থান কর্মসূচী
সিলেট কল্যাণ সংস্থা’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় বিভাগীয় যুব মিলনমেলা ২০১৪ উদযাপন কমিটির ২য় সভা অনুষ্ঠিত
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র আয়োজনে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র সহযোগিতায় আগামী ৫মে ২০১৪ সোমবার সিলেট কল্যাণ সংস্থা ১৬তম বর্ষ পূর্ণ করে ১৭তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ‘১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী’ ও ‘দ্বিতীয় বিভাগীয় যুব মিলনমেলা ২০১৪’ দিনব্যাপী কর্মসূচী সফলে ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে ‘১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী’ ও ‘দ্বিতীয় বিভাগীয় যুব মিলনমেলা ২০১৪’ মাসব্যাপী কর্মসূচী উদযাপন কমিটির উদ্যোগে ২য় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাংবাদিক তাজ উদ্দিন সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের উপর অনাকাঙ্খীত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। যাঁরা আন্তরিকতার সাথে সবধরনের সংবাদ সংগ্রহ করে পৌছে দেন দেশবাসীর কাছে ও যাঁদের কারনে সংবাদ সংশ্লিষ্ট মহলের কাছে পৌছে যায় এবং তা বাস্তবায়নে দ্বার উন্মুক্ত হয়, তাঁদেরকে যদি অনাকাঙ্খিতভাবে হামলা করা হয়, তা অত্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হউক। সভায় সাংবাদিক তাজ উদ্দিন সহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিতভাবে সংবাদকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও দু®কৃতিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে আগামী ২৮ এপ্রিল সোমবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক (১) ঘণ্টার অবস্থান কর্মসূচী পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ২য় প্রস্তুতি সভা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পদক ‘শ্রেষ্ঠ যুব সংগঠক’ পদকপ্রাপ্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও কার্যকরী কমিটির সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সাধারণ সদস্য সুনামগঞ্জের যুবনেতা মোঃ এমদাদুল হক চৌধুরী মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, পৃষ্টপোষক মোঃ আবুল হুসেন, মহানগর কমিটির সহ সভাপতি মোঃ তালেব হোসেন তালেব, সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ, দপ্তর সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান সাজু, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক হুমায়ুন রশিদ চৌধুরী, উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও যুবদের মধ্য থেকে মোঃ শাহিদুর রহমান জসিম, সোহেল আহমদ, রোম্মান আহমদ রুমন, মোঃ রফিকুল ইসলাম শিতাব, মোঃ আলমগীর হোসেন, হাফিজ মোঃ বুরহান উদ্দিন, ইমরান খান, হুমায়ুন রশিদ শাহীন ও মোঃ পারভেজ রহমান। সভার শেষে সিলেট কল্যাণ সংস্থার মহানগর কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সহ প্রচার সম্পাদক মুহিত খান, সদস্য মোছাঃ আছমা বেগম সহ সংস্থার অন্যান্য অসুস্থ সদস্যদের সুস্থ্যতা কামনা করে ও সংস্থার অনেকের আত্মীয় মৃত্যুবরণ করায় সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংস্থার উপদেষ্টা হাজী মোঃ রজব আলী দেওয়ান। বিজ্ঞপ্তি