বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকার প্রথম স্থানে কেজরিওয়াল
সুরমা টাইমস রিপোর্টঃ টাইমের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথম স্থানে উঠে এলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিন দশমিক দুই মিলিয়ন ভোট পেয়েছেন কেজরিওয়াল। তার পরেই রয়েছেন নরেন্দ্র মোদি, কেটি পেরি ও জাস্টিন বিবার।
মোট দুই লাখ ৬১ হাজার ১১৪ সংখ্যক ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন কেজরিওয়াল। মোদি পেয়েছেন এক লাখ ৬৪ হাজার ৫৭২ ‘হ্যাঁ’ ভোট। তবে মোদির প্রাপ্ত ‘না’ ভোট সংখ্যায় ছাপিয়ে গেছে ‘হ্যাঁ’ ভোটকে। মোট এক লাখ ৬৬ হাজার ২৬০ ‘না’ ভোট পেয়েছেন মোদি।
সেরা দশে রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল, নরেন্দ্র মোদি, কেটি পেরি, জাস্টিন বিবার, লিভার্ন কক্স, বেনেডিক্ট কাম্বারব্যাচ, বেওন্সে, জেরাড লেটো, লুপিটা নিওঙ্গো, লেডি গাগা ও জুটি ডাফ্ট পাঙ্ক। সপ্তাহের শুরুতে শীর্ষ স্থানের লড়াইয়ে এগিয়ে ছিলেন কক্স ও বিবার। টুইটারে ভক্তদের কাছে ভোটের আবেদনও করেন কক্স।