খেলার ছলে অন্ডকোষে বন্ধুর লাথিতে প্রান গেল আইবুরের
কামাল হোসেন, তাহিরপুরঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গোসল করার সময় নদীতে খেলা করতে গিয়ে এক শিশু বন্ধুর আঘাতে আর এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহত শিশুর নাম আইবুর রহমান(১০) । -সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ শে এপ্রিল বুধবার দুপুর ১ টার সময় আইবুর বাড়ীর পূর্বপাশে কেন্দুয়া নদীতে একই গ্রামের শাহনুর মিয়ার ছেলে তৌহিদ(১০) সহ ৩-৪ জন বন্ধু মিলে খেলা করছিল। পরে আইবুর তার বন্ধু আকাশের ঘাড়ে উঠে তৌহিদের উপর লাফ দিয়ে পড়ার সময় তার অন্ডকোষে আঘাত লাগে। পরে তার ও তৌহিদের পরিবারের লোকজন স্থানীয় বাজারে প্রথমিক চিকিৎসা করে। পরে তার অবস্থার অবনতি দেখে গতকাল বৃহস্পাতবার সকালে সুনামগঞ্জ সদর হসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা বাজারে সে মারা যায়। এব্যপারে তাহিরপুর থানার ওসি আনিছুর রহমান খান বলেন, লাশের সুরতহাল রিপোট শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছি।