বাংলাদেশ কালচারাল স্টার্সবুর্গ ফ্রান্স শাখার কমিঠি গঠন
স্টার্সবুর্গে অবস্হানরত বাংলাদেশীদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষে গত ৩০ শে মার্চ বাংলাদেশ কালচারাল স্টার্সবুর্গ ফ্রান্স শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সকল সদস্যর উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে আগামী ২বছরের জন্য সভাপতি,কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাধক নির্বাচিত করা হয়।নির্বাচিতরা হলেন-সভাপতি- জাকির হোসেন ভূঁইয়া জানু,সাধারণ সম্পাধক- হাবিবুল্লাহ খান(স্বাধীন),কোষাধ্যক্ষ- জে এম নাজমুল হক(জামিল)। -নব নির্বাচিত সভপতি,কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাধক ২০১৪ ইং সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেন |
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-সহ-সভাপতি ত্রিপুরা সুজয়(নাসির),সহ-সভাপতি-চাক সৌরভ (পিন্টু) সাংগঠনিক সম্পাদক-ইমাম হোসেন খান(রিমেল)প্রচার সম্পাদক-আব্দুর রহমান(ফিরোজ),দপ্তর সম্পাদক-মাহাবুর রহমান (টিপু),ধর্ম বিষয়ক সম্পাধক রেদোয়ান শিবলী,সমাজ কল্যাণ সম্পাদক-দেলোয়ার খান তুহিন,সমবায় সম্পাদক- মোঃ নিকন নিক্সন,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-সঞ্জয় কুমার লেরি,আন্তর্জাতিক বিষয়ক সম্পাধক-মোহাম্মদ গোলাম মোস্তফা ছোটন। কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ হলেন-মোহাম্মদ কামরুজ্জামান মুন্না, আব্দুল আজিজ খান, শফিউল্লাহ ভুইয়া,এ এ এম আসাদুল্লাহ আজাদ।