ইলিয়াস সন্ধানে বিশ্বনাথে বিএনপি’র মিছিল-সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে মিছিল-সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেল বিএনপি উপজেলা সদরের নতুনবাজারস্থ অটোরিকসা ষ্ট্যান্ডের সামনে সমাবেশে করে দলটি। সমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে সভাস্থলে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পাঠাগার বিষয়ক সম্পাদক সাহিবুর রহমান সালাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, যুক্তরাজ্য বিএনপি নেতা আবদুর রব, বিএনপি নেতা জামাল আহমদ, হাফিজ আরব খান, মাছুম আহমদ মারুফ, আবদুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, মো. নানু মিয়া, বেলায়েত হোসেন, কাওছার আহমদ তুলাই, ইলিয়াস মুক্তি যুবসংগ্রাম পরিষদের আহবায়ক আবদুল মুমিন মামুন, যুবদল নেতা খায়রুল আমিন আজাদ মেম্বার, সাদেক আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক আলাল আহমদ, খালেদ আহমদ,ছাত্রদল নেতা ফজলুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাহিদ মিয়া চেয়ারম্যান, আব্বাস আলী চেয়ারম্যান, সাবেক প্রচার সম্পাদক কলমদর আলী, বিএনপি নেতা আবারক মেম্বার, আসাদুজ্জামান নুর আসাদ,আবদুল কুদ্দুছ, মতছির আলী, শামিম আহমদ, তজম্মুল আলী, আলাউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সিকদার, যুবদল নেতা আবু সুফিয়ান, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম,সালেক আহমদ, ময়নুল ইসলাম, রানা মিয়া, সাইদুর রহমান রাজু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ, মামুন আহমদ, গিয়াসউদ্দিন, সিনিয়র সদস্য লিটন সিকদার, মুশফিকুর রহমান শিপন, ময়নুল ইসলাম, কিরন বৈদ্যসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে ‘নিখোঁঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার লক্ষ্যে বিশ্বনাথে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা, ইলিয়াস আলীকে অভিলম্ভে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, জননেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া না হলে বিশ্বনাথ তথা সিলেটবাসী যে কোন আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গৌছ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলে আহবায়ক আহমেদ নুরউদ্দিন, রামপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলতাবুর রহমান, যুগ্ম-আহবায়ক আনোয়ার আলী, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির যুগ-আহবায়ক আলতাব আলী, অলংকারী বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, ছাত্রদলের আহবায়ক সামছুল ইসলাম, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, সোহাগ আহমদ চন্দন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানিক মিয়া, জোয়াদ আলী, আশিকুর রহমান রানা প্রমুখ।