ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতক থেকে ফকির হাসানঃ ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের তালুকপাড়া ও একই ইউনিয়নের রাজাপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে সকালে তালুকপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র আখতার হোসেন ও রাজাপুর গ্রামের ফখর উদ্দিনের পুত্র মাহতাব মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিকেলে রাজাপুর গ্রামের মাঠে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে রাজাপুর বাজারে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায় মাহতাব মিয়া পক্ষের লোকজন। এ নিয়ে দু’গ্রামবাসী তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করে উভয় গ্রামবাসী। গ্রামের গন্যমান্য লোকজন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার আগেই উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আব্দুর রহমান (৩০), হাবিব (৩৫), ইলিয়াস (২৫), দুদু (২৮), আশিক (২৮), শাহাব উদ্দিন (২০), মশহুদ আহমদ (৫০), হোসাইন (২৯), ফারুক (২২), সুহেল (২০), জালাল উদ্দিন (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।