বিশ্বনাথে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের বর্ষবরণ
বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলার মেরিট স্কুল এন্ড কলেজ এক বর্নাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্টান পালন করেছে। গত সোমবার পহেলা বৈশাখ সকাল ১০টায় প্রতিষ্টানের ছাত্র ছাত্রী শিক্ষক পরিচালকসহ সর্বস্তরের মানুষের বন্যাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ব্যনার ফেস্টুন বাদ্যযন্দে তালে তালে নেছে গেয়ে আবহমান বংলার সংস্কৃতি আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করে। র্যালি শেষে বিদ্যালয় প্রঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান লিলু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, পরিচালক বশির আহমদ, মধু মিয়া, সাংবাদিক ও কলামিষ্ট এ,এইচ, এম ফিরোজ আলী, হাসিনা বেগম প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাকিয়া মুহিবুর রহমান, প্রিয়াংকি দাশ জয়িতা, তাসনুবা বর্ণ, কৃষ্ণাকর দিপি, সৈকত, নুজরান তামাসু অনুষ্ঠান পরিচালনা করে সুকন্যা তালুকদার তিন্নি। সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক কাজল দেব, পঙ্কজ দাশ, ছাদিকুর রহমান, এস, এম, নাহিদ, সফিরউদ্দিন।