গোয়াইনঘাটে ইউপি সদস্যকে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেটের গোয়াইনঘাটে নন্দিরগাও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমানকে মোবাইল ফোনে হত্যার হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ১০ ই এপ্রিল গোয়াইনঘাট থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই ইউপি সদস্য থানায় জিডি ( নছ-৪১১/১০.০৪.২০১৪) করেন। জিডিতে তিনি জানান, লন্ডন প্রবাসী সিরাজ মিয়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ছাড়াও প্রাণনাশের হুমকি দেন। এতে করে তিনি জীবন নিয়ে শংকিত হবে জানান। 

জিডিতে মতিউর রহমান উল্লেখ করেন, ভুমি নিয়ে সিলেট নগরীর চৌকিদেখি এলাকার বাসিন্দা, লন্ডন প্রবাসী সিরাজ মিয়ার সঙ্গে সালুটিকরের কচুয়ারপাড় এলাকার বাসিন্দা আলকাছের বিরোধ চলছিলো। স্থানীয় ইউপি সদস্য হওয়ায় তিনি সামাজিক ভাবে বিরোধটি নিস্পত্তির চেষ্টা চালান। কিন্তু বিরোধের নিস্পত্তি না হওয়ার আগেই সিরাজ মিয়া লন্ডনে চলে যান।
১০ ই এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিয়ে বলেন, ‘তার লোকজনকে এক সপ্তাহের মধ্যে আমাকে প্রাণে মারবে।’
এদিকে, এ ঘটনার পর জিডি গ্রহন গোয়াইনঘাট থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। প্রেস বিজ্ঞপ্তি