তাহিরপুরে ৪৯ বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসটার ট্রেনিং করালেন দুই শিক্ষক
কামাল হোসেন,তাহিরপুরঃ শিক্ষাকর্মকর্তা ঢাকায় অবস্থান করে দু শিক্ষকে দিয়ে চালালেন দু ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসটার ট্রেনিং। উত্তরশ্রীপুর ইউনিয়নের তেলীগাঁও-এ ৩০ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে ক্লাসটার চালালেন গুলকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসিদুল ইসলাম ও উত্তরবড়দল ইউনিয়নে অলিপুর-এ ১৯ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে ক্লাসটার চালালেন কুকুরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন। শিক্ষা অফিস সুত্রে জানা যায়, প্রতি তিন মাস অন্তর-অন্তর শিক্ষকদের পাঠদানে অভিজ্ঞ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের ক্লাসটার ট্রেনিংয়ের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল শনিবার উত্তরশ্রীপুর ইউনিয়নে তেলীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও উত্তরবড়দল ইউনিয়নের ওলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসটার ট্রেনিংয়ের আয়োজন করা হয়। কিন্তু কোন ক্লাসটারের শিক্ষা কর্মকর্তা বা সহ শিক্ষাকর্মকর্তারা উপস্থিত হতে পারেননি। কিন্তু তাদের নির্দেশে দুটি ক্লাসটার চালালেন প্রাথমিক বিদ্যালয়ের দু প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও মকসিদুল ইসলাম। এ ব্যপারে উত্তরবড়দল ইউনিয়নে ক্লাসটারে অংশ গ্রহনকারী শিক্ষক কামাল হোসেন সহ একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন শিক্ষাকর্মকর্তার নির্দেশেই আমারা স্কুল বন্ধ রেখে ক্লাসটার ট্রেনিংয়ে অংশ নেই।
এ ব্যপারে ক্লাসটার ট্রেইনার ইকবাল হোসেন সাংবাদিকদের ফোন পেয়ে ফোন রিসিভ করেননি তবে অন্যশিক্ষক মকসিদুল ইসলাম বলেন আমি স্কুলে চলে এসেছি।
ক্লাসটার অনষ্টিত দু বিদ্যালয়ের দু প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ও সৈয়দ আবুল ওয়াদুদ বলেন, ক্লাসটার হয়েছে, শিক্ষাকর্মকর্তা না থাকায় শিক্ষক ইকবাল হোসেন ও শিক্ষক মকসিদুল ইসলাম ক্লাসটার পরিচালনা করেছেন। তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষাকর্মকর্তা খুরশিদ আলম বলেন, আমার সাথে সমন্বয় না করে শিক্ষকদের ক্লাসটারে অংশ নেয়ার বিষয়টি আমার জানা নেই। এ ব্যপারে জেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা নুরুল ইসলাম বলেন,বিষয়টি আমি দেখছি।