বিশ্বখ্যাত মহান আচার্যের ব্যাসপূজা পালিত
ইস্কনের দীক্ষাগুরু ও মহান আচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের জন্ম হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকন্সিন প্রদেশের মিল ওয়াকি অঞ্চলে ১৯৪৯ সালের ৯ এপ্রিল শুভ শনিবাসরে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সঙ্গে মন্ট্রিলে সাক্ষাত ও দর্শন লাভ করে নিজের জীবনকে ভগবানের সেবায় আত্মনিয়োগ করেন। শ্রীল প্রভুপাদের আর্শীবাদে সেই দায়িত্বভার গ্রহণ করে ব্রহ্মÑমধ্ব বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যের পদে অভিষিক্ত হন। প্রভুপাদের আন্দোলনে তিনি যুক্ত হয়ে সারা বিশ্ববাসীর কাছে কৃষ্ণভক্তি প্রচার করতে সমর্থ হয়েছেন। এই মহান আচার্যের আবিভার্ব তিথি, ব্যাস পূজা উপলক্ষে গতকাল ইস্কন সিলেট মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান মালার মধ্যে ছিল সকাল ৫টায় উদয়স্থ কীর্তন মেলা, সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরু পূজা, সকাল ১০টায় মহাঅভিষেক অনুষ্ঠান, দুপুর সাড়ে ১২ টায় অফারিং লেটার পাঠ, দুপুর ২টায় অনুকল্প প্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় গৌরসুন্দর আরতি, সন্ধ্যা ৭টায় ম্যাগাজিন অনুষ্ঠান । আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় মহাভোগরাগ, দুপুর ১টায় অফারিং লেটার পাঠ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বিজ্ঞপ্তি