তাহিরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক
কামাল হোসেন,তাহিরপুরঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর ৯এস এর হযরত শাহ-আরেফিন (র;) মোকাম এলাকায় ঘন্টাব্যাপী এ বৈঠক চলে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার (অধিনায়ক) মেজর মোহাম্মদ কামরুজ্জামান। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৩ শিলং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার প্রবীণ কুমার। সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার (অধিনায়ক) মেজর মোহাম্মদ কামরুজ্জামান জানান,সীমান্তে চোরাচালান,নারী ও শিশু পাচার রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি ফলপ্রসু পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।