রাজনগরে ডাকাত সন্দেহে ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ

মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তুলাপুর গ্রামে বৃহস্পতিবার রাত ৯টায় ডাকাত সন্দেহে ১ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।জানা যায়,তুলাপুর গ্রামের মৃত সফর উল্যার বাড়ীতে রাত সাড়ে ৮ ঘটিকায় মুখোশ পরা ১০/১২ জনের একটি ডাকাত দল পিছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা করছিল।এসময় ঐ ঘরের একজন মহিলা মোবাইলে ঘটনাঠি গ্রামবাসীকে জানালে সাথে-সাথে তুলাপুর,ভেড়িগাও,রামপুর সহ আশ-পাশের কয়েকটি গ্রামে মসজিদের মাইকে জানিয়ে দেয়া হয় ডাকাত প্রবেশের খবর।কোন সুবিদা না করতে পেরে ডাকাতদল পার্শ্ববর্তী ধানক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।এসময় দ্রুত গতিতে একটি সিএনজি মোকামবাজারে দিকে যেতে থাকলে মোকামবাজারের মানুসজন সিএনজিটিকে আটক করে।সিএনজি চালকের পায়ের জুতা ছিড়া,কাপড়চোপড়ে কাদামাঠি থাকায় এলাকাবাসী তাকে ডাকাত বলে সন্দেহ করে পুলিশে খবর দেয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন এবং সে উপজেলার টেংরা ইউনিয়নের হরিপাশা গ্রামের নওশাদ মিয়ার পুত্র বলে জানায়। পরে রাত ১১ টায় রাজনগর থানার এস,আই রতন দেবনাথ ও এস,আই মোবারক হোসেন একদল পুলিশ নিয়ে মোকামবাজারে আবুল হোসেন মেম্বারের দোকান থেকে সন্দেহাতীত ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ আসা পর্যন্ত এলাকার হাজার-হাজার উৎসুক জনতা আটক ব্যক্তিকে একনজর দেখার জন্য ভিড় জমায়। উল্যেখ্য,গত কদিন যাবৎ রাজনগরে কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে।অনেক গ্রামে রাত জেগে এলাকাবাসী পাহারা বসিয়েছে।