বাদাঘাট বাপলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
কামাল হোসেন, তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।জানাযায়, বিগত ১৯/০৩/২০১৪ ইং তারিখের এক আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরির্দশক মোঃ কবির আহমদ স্বক্ষরিত গত ১০/০৪/১৪ ইং বৃহস্পতিবার স্মারক নং ঃ সিশিবো/বিদ্যা/কমিটি/সুনাম-১২০/৬৯৬ এর বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের “গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯” এর ২৯ (৩) ধারা অনুয়ায়ী হাজী মোঃ জালাল উদ্দিনকে সভাপতি এবং পদাধিকার বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানুকে সদস্য সচিব করে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেন। এতে সাধারণ শিক্ষক সদস্য মোঃ ফজলুল হক, আ,ফ,ম মোস্তাকিম আলী পীর, সংরক্ষিত মহিলা সদস্য আরপিনা আক্তর, সাধারণ অভিভাবক সদস্য আলী আহম্মদ, তাহের মিয়া, নজরুল ইসলাম সিকদার, শেখ শফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নুর জাহান বেগম এবং দাতা সদস্য হিসেবে মোঃ কুদ্দুছ মিয়ার নাম উল্লেখ করা হয়।