সুরমা নদীর ভাঙ্গণ রক্ষায় ইউএনও বরাবরে এলাকাবাসির লিখিত দাবী

বিশ্বনাথ প্রতিনিধিঃ সুরমা নদীর ভাঙ্গণে বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। এতে আতংক বিরাজ করছে নদী পাড়ের বাসিন্দাদের। পরগনাবাজারের দোকানঘর, গ্রামের বসত বাড়ি, গাছপালা, কবরস্থান, মসজিদের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে আরোর ভেঙ্গে যাওয়ার উপক্রম।
এ ব্যাপারে লামাকাজি ইউনিয়নের পরগনাবাজার ও রাজাপুর গ্রামের বাসিন্দারা নদী ভাঙ্গণ থেকে রক্ষার করার দাবিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী সোনামনি চাকমা’র কাছে লিখিত দাবী জানিয়েছেন। দাবিতে প্রকাশঃ জনসাধারণের চলাচলের রাস্তাটি বার বার সংস্কার করার পরও নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা তথা জনস্বার্থে এলাকার নদী ভাঙ্গণ রোধ করার ব্যবস্থা নেয়ার জন্য জোরদাবী জানিয়েছেন।