‘মানুষ জাপাকে বিরোধী দল মনে করে না – বাইরে গিয়ে মুখ দেখাতে কষ্ট হয়’
সুরমা টাইমস ডেস্কঃ মানুষ জাতীয় পার্টিকে সংসদের সত্যিকারের বিরোধী দল হিসেবে মনে করতে চায় না বলে মন্তব্য করে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেন, আমাদের ব্যাপারে পাবলিক কনসেপ্ট খারাপ। মানুষ সত্যিকারের বিরোধী দল হিসেবে আমাদের মনে করতে চায় না। বাইরে গিয়ে মুখ দেখাতে কষ্ট হয়।
মঙ্গলবার সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিরোধী দল হিসেবে সংসদীয় কমিটির সভাপতির পদ না দেয়ারও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলাম। টেলিফোন ব্যবস্থার উন্নয়ন আমার সময়েই হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এবার এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে নয় নম্বর সদস্য হিসেবে আমাকে রাখা হয়েছে। গল্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমি আমার ঘরে আগুন দেইনি, আগুন দিয়েছি ভগবানের মুখে। যে ভগবান আমাদেরকে ঘর বানানোর স্বপ্ন দেখিয়েছে, সে ঘরে বসবাস করতে দেয়নি।