বিশ্বনাথে অটোরিকসা চুরি ঃ মামলা চালক আটক
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে একটি অটোরিসকা চুরি হয়েছে। গত রোববার রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের পেশকারগাঁও গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় গাড়ির মালিক বাদি হয়ে গাড়ি চালক কে আসামী করে থানায় মামলা দায়ের করেন। যার নং ৬।- পুলিশ গাড়ির চালক নাজমুল হক কে (২৬) গ্রেফতার করে। সে উপজেলার পেশকারগাঁও গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
এব্যাপারে আটক গাড়ি চালক নামজুল হক সাংবাদিকদের বলেন, রোববার রাতে তার বাড়ির সামনের রাস্তার পাশে গাড়ি রেখে বাড়িতে যান। প্রায় ১০ মিনিট পরে এসে গাড়ি ওই জায়গায় দেখতে পাননি। তবে এঘটনার সাথে তিনি জড়িত নয় বলে দাবি করেন। বিশ্বনাথ থানার পরিদর্শক মো. রফিকুল হোসেন বলেন, গাড়ি মালিক মামলা করেছেন। একজন আসামী কে গ্রেফতার করা হয়।