বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ
এসএম হেলাল, বালাগঞ্জ: সদ্য সমাপ্ত নির্বাচনে বালাগঞ্জ উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার দুপুরে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর ও মোছা. রেফা বেগম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আবেগঘন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী চেয়ারম্যানদের বিদায় এবং নতুন চেযারম্যানদের বরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদাল মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। গীতা পাঠ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী এবং নবনির্বাচিত সকল চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। এরপর উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর ও মো. আবদাল মিয়া আনুষ্ঠানিকভাবে পরস্পর দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মো. আবদাল মিয়া বিদায়ী চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মো. রাশিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অকিল উদ্দিন আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ জুবের আহমদ, বালাগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, ওসমানীনগর থানার সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ তালুকদার, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সান উল্লাহ, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুন নূর, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকদ্দুছ আলী, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পদ্ম মোহন সিন্হা, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিন উদ্দিন, বালাগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. গয়াছ মিয়া, বর্তমান আহবায়ক শেখ আলাউদ্দিন রিপন, ওসমানীনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. সেলিম আহমদ, বালাগঞ্জ থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আশিকুর রহমান, সহ সভাপতি আব্দুশ শহীদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, খেলাফত মজলিস নেতা মাওলানা মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আছাদ্দুজামান, খেলাফত মজলিস নেতা গিয়াস উদ্দিন নোমান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
এরপর একই স্থানে উপজেলা চেয়ারম্যান মো. আবদাল মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন।