১২ বছরে ৯৮ সন্তানের জন্ম দিয়েছেন হাওবেন
সুরমা টাইমস ডেস্কঃ মাত্র ১২ বছরে ৯৮টি সন্তানের বাবা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ইউরোপের সবচেয়ে বীর্যবান পুরুষ অ্যাড হাওবেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ৪৪ বছরের হাওবেন এমনটাই করে দেখিয়েছেন।তবে প্রশ্নটা হলো কেমন করে এটা সম্ভব? জানা গেছে, প্রথমে তিনি একটি প্রজনন কেন্দ্রে বা ক্লিনিকে স্বেচ্ছায় নিজের শুক্রানু দিতেন। যার মাধ্যমে জন্ম নিত সন্তান। এমনকি ওইসব সন্তান তার পরিচয়েই বেড়ে উঠছে। সময় পেলেই তিনি তার ওই সন্তানদের সঙ্গে আড্ডা দেন।
অবশ্য এখন আর তিনি শুক্রানু নয় সরাসরিই আগ্রহী নারীদের মাধ্যমে সন্তান জন্ম দিতে চান। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নারীরাই তাকে এ বিষয়ে আগ্রহী করেছেন।’
এ বিষয়ে যোগাযোগ করার জন্য তিনি একটি ওয়েবসাইটও খোলেছেন। আর এ ওয়েবসাইটের মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ করে থাকেন।