দেবীকে খুশি করতে বলি দিলেন নিজের স্ত্রীকে!
সুরমা টাইমস ডেস্কঃ দেবীকে খুশি করার লক্ষে এক নরপশু স্বামী বলি দিলেন তার নিজের স্ত্রীকেই। আর এই ঘটনা ঘটেছে ভারতের ছত্রিশগড়ের কবর্ধা জেলার জামুপানি গ্রামে। শনিবার রাতের এই নির্মম ঘটনার পর ওই পাষন্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ছত্রিশগড়ের পুলিশের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণ জানিয়েছে, বরকত গৌড় (৪৫) নামের এক কৃষক মানত পুরণ করতে নিজের দ্বিতীয় স্ত্রী বিরঝা বাই(৪০) হত্যা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে পাষান্ড স্বামীর পুজার জন্য নির্ধারিত একটি ঘর থেকে বলিতে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানায়, পূজার ওই ঘরের দরজায় রক্তের দাগও রয়েছে। কবর্ধা জেলা পুলিশ রোববার দুপুরে বরকত গৌড়কে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে। বলির এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।