এমসি কলেজে অধ্যক্ষ শিক্ষার্থীর মধ্যে সমঝতা

VLUU L100, M100  / Samsung L100, M100এমসি কলেজের ২০১১ সালের মাস্টার্স শেষ পর্বের আইসিটি বিভাগের ফরম পূরণ কার্যক্রমে অবৈধ ফি প্রত্যহার দাবি নিয়ে আন্দোলন কারী শিক্ষার্থীর ও অধ্যক্ষের মধ্যে সমঝতা হয়েছে। কলেজ সুত্রে জানা যায়, আইসিটি বিভাগের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে গেলে গতকাল রবিবার কর্তৃপক্ষ তাদেরকে জানান তাদের দাবি পুনঃ বিবেচনা করতেছেন। পরে কলেজের মাস্টার্সের ফরম পূরণের ১ ঘন্টা কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের অফিস থেকে অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় যে আইসিটি বিভাগের পিয়ন ল্যাব সহকারী বেতন ও রক্ষনাবেক্ষন ব্যয় বাবদ ২৪০০ টাকার স্থলে ৫০০ টাকা সকল শিক্ষার্থীকে প্রদান করতে হবে। পরে আন্দোলন কারীরা সকলের সম্মতিক্রমে তারা তা মেনে নেন। তাছাড়া এর আগে গত শনিবার অধ্যক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন প্রসেসিং ফি ৫০ টাকা ও নিয়ম বহির্ভতভাবে ফি ১০০ টাকা প্রত্যাহার করে নেন কলেজ কর্তৃপক্ষ । তাই এখন আইসিটি বিভাগের সকল শিক্ষার্থীরা আইসিটির বেতন বাবদ ৫০০ টাকা ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ৭৫০ টাকা সহ মোট ১২৫০ টাকা প্রদান কতে হবে। এ ব্যাপারে আন্দোলন কারী শিক্ষার্থীরা জানান যে, আমাদের বিজয় হয়েছে । আমরা অধ্যক্ষকের সাথে দেখা করেছি। অধ্যক্ষ ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন। প্রসঙ্গত এমসি কলেজের মাষ্টার্স শেষ পর্বের ফরম পূরণে কলেজ অধ্যক্ষ সম্পন্ন মনগড়া ভাবে আইসিটি ফরম পূরনে বেতন বাবদ ২৪০০ টাকা ও নিয়ম বহির্ভতভাবে ১০০ টাকা এবং অনলাইন প্রসেসিং ৫০ টাকা সহ মোট ২৫৫০ টাকা নির্ধারন করায় শিক্ষার্থীরা গত ১লা এপ্রিল মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছিল। বিজ্ঞপ্তি