ছাতক পৌরসভায় নতুন দুটি সড়কের নির্মান কাজের উদ্বোধন
ফকির হাসান, ছাতক থেকেঃ ছাতক পৌরসভার নতুন দুটি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সড়ক দুটির নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। দূর্ব্বিণ টিলার পেছনের রজব আলীর সামনের নোয়ারাই-বালিউরা সড়ক হতে সিমেন্ট কোম্পানী আনসার ক্যাম্পের পেছন পর্যন্ত প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে টিলা কেটে ৩হাজার ৫শ’ ফুট দীর্ঘ ও ১২ফুট প্রস্থ সড়ক এবং লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার পেছন থেকে মফিজ নগর খালপাড় পর্যন্ত প্রায় ১০লক্ষ টাকা ব্যয়ে ১হাজার ৫শ’ ফুট দীর্ঘ ও ১২ফুট প্রস্থ কাঁচা সড়কের কাজ উদ্বোধন শেষে আবুল কালাম চৌধুরী জানান, সড়ক দুটির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। আপাদত কাঁচা সড়ক নির্মাণ করে সহজ যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে উভয় সড়কের পাঁকাকরনের কাজ পর্যায়ক্রমে করা হবে। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, আফরুজ মিয়া, পৌরসভার কার্যসহকারি ফজলুল হক, স্থানীয় সাইফুর রহমান ওরফে রজব আলী, প্রদীপ কুমার দে প্রমূখ উপস্থিত ছিলেন।