রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিল

Rahul Gandhiসুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ ভারতে ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এর সঙ্গে দরকারি কাগজপত্র না দেয়ায় এবং মনোনয়নপত্রে প্রার্থীর নিজের স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট জগৎরাজ ত্রিপাঠি। তিনি বলেছেন, মনোনয়নপত্র রাহুল গান্ধী নিজেকে পূরণ করতে হবে এবং এতে তার স্বাক্ষর থাকতে হবে। তার পক্ষে যে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে তাতে স্বাক্ষর নেই তার। ওই আবেদনটি তার পক্ষে পূরণ করেছেন রাজেন্দ্র সিং নামে একজন। এটা আইনবিরোধী। এছাড়া, এর সঙ্গে যেসব কাগজপত্র দিতে হয় তা-ও নেই। যদি রাহুল গান্ধীকে আবেদন করতে হয় তাহলে দরকারি সব কাগজপত্র সংযুক্ত করে আবেদনে নিজেকে স্বাক্ষর করে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রতি জন প্রার্থীকে তার ব্যাংক একাউন্টের কপি দিতে হবে। তারপক্ষে যে আবেদন করা হয়েছে তাতে দেখানো হয়েছে রাহুল গান্ধীর অস্থায়ী আবাস মুনসিগঞ্জ গেস্ট হাউজ। ওদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারই চাচী ও বিজেপি নেত্রী মানেকা গান্ধী। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর ভাই সঞ্জয় গান্ধীর স্ত্রী। তার ছেলে বরুণ গান্ধীও রাজনীতিতে যুক্ত। তিনি সম্প্রতি এক সভায় চাচাতো ভাই রাহুল গান্ধীর প্রশংসা করেন। কিন্তু গতকাল তার মা এর বিরুদ্ধে অবস্থান নেন। বলেন, বরুণ যা বলেছে তা ভুল। আসলে সত্য যাচাই না করে তার কথা বলা উচিত না। বরুণ গান্ধী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতানপুর থেকে। সেখানে ১লা এপ্রিল তিনি বলেন যে, (রাহুল গান্ধীর নির্বাচনী আসন) আমেথিতে অনেক ছোট ছোট শিল্প গড়ে উঠেছে। রাহুল গান্ধী এই আসনের বর্তমান এমপি। বরুণ বলেন, আমেথিতে অনেক উন্নতি ঘটলেও তিনি চাচাতো ভাইকে ভোট দেয়ার জন্য আহ্বান জানাচ্ছেন না। ওই যে, বরুণ বলেছেন আমেথিতে উন্নতি হয়েছে। এ কথা কংগ্রেসের পক্ষে যায়, রাহুলের পক্ষে যায়। তাই গতকাল সেখান থেকে ইউটার্ন করেন বরুণ গান্ধীর মা মানেকা গান্ধী। রাহুল গান্ধীর প্রশংসা করেছেন বরুণ গান্ধী এ খবরে ২রা এপ্রিল কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী রায় বেরেলিতে বলেন, তার কাজের প্রশংসা করা হয়েছে। এ জন্য তিনি খুব খুশি। এ খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বরুণ গান্ধী ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দেন। এতে তিনি বলেন, তিনি শুনেছেন যে, আমেথিতে যে কাজ করা হয়েছে তা শোভনীয়। তবে তিনি কোন দল বা প্রার্থীর পক্ষে অনুমোদন দিচ্ছেন না। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি’র যে স্মৃতি ইরানি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি বলেছেন, আমেথিতে যে ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে সেখানে মাত্র ৫৯৩ জন ব্যক্তির চাকরি হয়েছে। এটা সরকারি রিপোর্টে বলা হয়েছে।