মৌলভীবাজারে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলার শুরু

আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যেগে ৩ দিন ব্যাপি ডিজিটাল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দূপুরে এম সাইফুর রহমান অডিটরিয়ামে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জেলা প্রশাসকন মোঃ কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনজেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ প্রমুখ। প্রধান অথিতি বলেন, দেশের তরুনরাই প্রযুক্তি কে এগিয়ে নিতে পারবে। তাই যুব সমাজের মধ্যে এই ডিজিটাল পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। প্রযুক্তির মাধ্যমে যুব সম্প্রদায়কে ধরে রাখতে হবে। তিনি বলেন, আমাদের দেশের মোট জনগোষ্ঠির প্রায় ২৫ শতাংশ হচ্ছে যুব সমাজ। তারা নতুন নতুন প্রযুক্তির প্রতি সব সময় দূর্বল। তাহলেই তাদের দিয়েই ডিজিটাল দেশ গড়া সম্ভাব। মেলায় সরকারী বে সরকারী ২০ টি প্রতিষ্ঠান ছাড়াও ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অংশ গ্রহণ করেছে। মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন অতিথিরা।