আ’লীগ নেতা গৌছুল আলম আর নেই
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সমাজসেবী ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এ কে এম গৌছুল আলম আজ সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। -সত্তরোর্ধ এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে হদরোগে ভুগছিলেন। শিক্ষানুরাগী গৌছুল আলম কর্মজীবনে সিলেটের ঐতিহ্যবাহী মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।