মালেয়শিয়ায় বৈধ হতে যাচ্ছে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশি
সুরমা টাইমস ডেস্কঃ নতুন এমনেস্টি স্কিমের আওতায় আবারো বৈধ হবার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশী শ্রমিকরা। অবৈধভাবে বসবাসকারী ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেয়া হচ্ছে। এমন তথ্যই জানালেন বর্তমানে বাংলাদেশে অবস্থান করা সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি।
মঙ্গলবার বিকালে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার হাউসে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, মালয়েশিয়ায় বর্তমানে ২২ লাখ অভিবাসী রয়েছে এরমধ্যে ১৪ লাখ বৈধ বাংলাদেশি। এর বাইরের মালেশিয়ায় থাকা ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করার পরিকল্পনা চলছে। মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাইভাল ভিসা চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে।
হামিদি বলেন, বাংলাদেশ থেকে আরো দেড় লাখ কৃষি শ্রমিক নেয়ার কথা এরইমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আমাদের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে চট্টগ্রামে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে মালেশিয়ার পর্যটন খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে হোটেল, মোটেল, রিসোর্ট ও পিকনিক স্পট তৈরি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, মালয়েশিয়াস্থ বাংলাদেশি কনস্যুলার একেএম শহিদুল ইসলাম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, এম এ মোতালেব, জহিরুল ইসলাম চৌধুরী, এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, আনোয়ার শওকত আফসার, মো. জহুরুল আলম, মো. জাহাঙ্গীর, মাহফুজুর রহমান, মালয়েশিয়া সরকারের পার্লাম্যান্ট সেক্রেটারি জল সামিয়ন, ডেপুটি সেক্রেটারি জেনারেল ওহাব বিন মো. ইয়াসিন, ফরেইন ওয়ার্কার্স ডিভিশনের আন্ডার সেক্রেটারি টেংকু আমিন বিন তুয়ান সোলাইমান প্রমুখ উপস্থিত ছিলেন।