ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাটে মিছিল
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি ঃ কানাইঘাট উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ এনে দায়েরকৃত মামলাটি ষড়যন্ত্রমূলক দাবী করে তা প্রত্যাহারের দাবীতে গত সোমবার বাদ মাগরিব কানাইঘাট বাজারে মিছিল করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী পয়েন্টে পথসভায় মিলিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এড. আব্দুল খালিক, আ’লীগ নেতা আজমল হোসেন, জেলা যুবলীগ নেতা আব্দুল হেকিম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ, ছাত্রলীগ নেতা মাসুম, কাওছার আহমদ, দেলোওয়ার, যুবলীগ নেতা নুরুল আম্বিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, উপজেলা নির্বাচনে শিবনগর দারুল কোরআন মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। অথচ উক্ত ঘটনায় স্থানীয় প্রশাসন সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে যুবলীগ নেতা বাশার, ফরহাদ, দুলাল ও জামিলসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে যুবলীগ-ছাত্রলীগের নেতারা হুশিয়ারী উচ্চারণ করেন।