ধুপাছড়া খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি কর্পোরেশনের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড দিয়ে প্রবাহমান ধুপাছড়া খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় এক প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের প্রতিটি ছড়া ও খাল পর্যায়ক্রমে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বৃষ্টি চলে আসার কারণে এই মৌসুমে সবকটি ছড়া ও খাল খনন করা না গেলেও আগামী মৌসুমে তা সম্পন্ন করা হবে। মেয়র বলেন, এসব ছড়া ও খাল পুরোপুরি খনন করতে পারলে এবং এদের প্রবাহ নিশ্চিত করতে পারলে সিলেট নগরীর জলাবদ্ধতা অনেক কমে যাবে।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান খান জানান, ইউএনডিপি অর্থায়নে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে ব্যয় হবে ৬৪ লাখ টাকা। এতে ২ কিলোমিটার এলাকার ধুপাছড়া খালের খনন কাজ সম্পন্ন করা হবে। তিনি জানান, ধুপাছড়া কালীবাড়ী থেকে আনসার ক্যাম্প হয়ে বাগবাড়ীতে গিয়ে মালনীছড়ার সাথে মিলিত হয়ে সুরমা নদীতে পড়েছে।