কানাইঘাটে ভাইস চেয়ারম্যান পদে পুরুষে জমিয়ত ও মহিলায় জামায়াত প্রার্থী বিজয়ী
সুরমা টাইমস ডেস্কঃ কানাইঘাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে বাংলাদেশের মাওলানা আলীম উদ্দিন চশমা প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৫৩৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মরিয়ম বেগম পদ্মফুল প্রতিক নিয়ে ২৬ হাজার ২৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুবি রাণী কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৭২৮ ভোট। উল্লেখ্য, কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি নেতা আশিক চৌধুরী।