শাহজালাল সিটি কলেজে বিদায় সংবর্ধনা
শাহজালাল সিটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্টিত হয়। কলেজ অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও শিক্ষার্থী জারিন তাসনিম চৌধুরী প্রভার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা ও এমএস ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এনামূল হক সরদার।
শিক্ষার্থীদের বিদায় অনুষ্টানে বক্তারা বলেন, বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে। স্বাধীকার থেকে স্বাধীনতা পর্যন্ত যে তারুণ্য দেশকে বারবার মর্যাদার আসনে প্রতিষ্টিত করেছে সেই তারুণ্য আবার মাথা উচূ করে দাড়াবে। সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। বক্তারা বলেন সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্টিত করতে পারলেই পড়ালেখার সার্থকতা খোঁজে পাওয়া যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. মহিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক বেলাল আহমদ, শাহজালাল সিটি কারিগরি কলেজের অধ্যক্ষ কমলেন্দু দাস, প্রভাষক অহী আলম রেজা, মঈনুর রহমান, আবুল হাসান চৌধুরী জাকের, এনামুল হক চৌধুরী, নাছরিন জাহান, ববি দেব, ইরাজ ভট্রাচার্য রাজীব, সুজিত দাস, লুৎফুন নাহার লীপা, জেমিমা রহমান লাভলী, পৃথ্বীরাজ রায়, সাবিহা সুলতানা শীমু। শিক্ষার্থীদের মধ্যে সামিয়া আল আজমি, স্বর্ণা দাস, মারজান হোসেন, দিলদার হোসেন মাসুম, মোরাদ হোসেন, মারজানা মান্না প্রমুখ। অনুষ্টানে কৃতি শিক্ষার্থীদের এমএস ফাউন্ডেশন কতৃক বৃত্তি প্রদান করা হয়। পরে মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা অলিউর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি