হরিণাকুণ্ডু উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এমএ মজিদ চেয়ারম্যান পদে বিজয়ী
আহমেদ নাসিম আনসারীঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৭২৯ ভোট। চেয়ারম্যান পদে অপর প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত মাওলানা আকরাম হোসাইন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী রেজাউল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৪৮ হাজার ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম শিলু চশমা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৫৫ ভোট। অন্য দুই প্রার্থী আবুল হাসান তালা প্রতীকে ৪০৫ ও মোঃ আমিরুজ্জামান চৌধুরী উড়োজাহাজ প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পদে বিএনপি সমর্থিত সেলিনা খাতুন কলস প্রতীকে ৪৬ হাজার ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত মাহমুদা আক্তার কেয়া ফুটবল প্রতীকে ৩৫ হাজার ৪৯৮ ভোট পেয়েছেন। এ পদে স্বতন্ত্র প্রার্থী মোছাঃ নাছিমা আক্তার মায়া হাঁস প্রতীকে ৩ হাজার ৮৪৮ ভোট পেয়েছেন। রাত সাড়ে টার দিকে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।