বিয়ের এক যুগেরও বেশি সময় পর মা হচ্ছেন মৌ
সুরমা টাইমস বিনোদনঃ জনপ্রিয় নাট্যাভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ অবশেষে মা হতে চলেছেন। বিয়ের এক যুগেরও বেশি সময় পর তিনি মা হচ্ছেন। আর এ কারণে এখন তার পরিবারের মধ্যে বইছে আনন্দের বন্যা।
জানা গেছে, আজ মৌ’র গর্ভের সন্তান সাত মাসে পা দিচ্ছে। আর এ কারণেই তার বড়বোন চিত্রনায়িকা শাবনাজের উত্তরার আশিয়ানা ভবনে একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
মৌ বলেন, সত্যি বলতে কি, এ অনুষ্ঠানটি তেমন কিছুই না। তারপরও পরিবারের সবাই চাচ্ছেন বলেই করা। অনুষ্ঠানে আমাকে আমার প্রিয় সব খাবার খাওয়ানো হবে। তবে যাই হোক, যেহেতু আমার প্রথম সন্তান গর্ভে, তাই সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ যেন আমাকে সুস্থ সুন্দর একটি সন্তান দেন। তাতেই আমি সন্তুষ্ট থাকবো।
সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে মৌ মা হবেন- এমনটাই জানালেন তিনি। এ্যাপোলো হসপিটালের ডাক্তার মৃণাল কুমারের তত্ত্বাবধানে আছেন তিনি। উল্লেখ্য, মৌ ২০০১ সালের ১৫ই নভেম্বর মনিরুল আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।