নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ঢাকার দম্পতিসহ নিহত ৩
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের আউশকান্দি সিএনজি ষ্টেশনের সামনে স্থানে গতকাল শুক্রবার বিকালে সুরমা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী একটি মাইক্রো কার’র মূখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলেই স্বামী নজরুল ইসলাম ওরপে রজব মাষ্টার (৫০) ও তার অজ্ঞাত নামা স্ত্রী (৩৫) এর মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় অপর আহত শালিকা অজ্ঞাত নামা (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটেছে বলে জানাগেছে। তবে অলৌকিক ভাবে ২ বছরের শিশু অক্ষত অবস্থায় রয়েছে। নিহতদের বাড়ি ঢাকার আশুলিয়া থানার দত্তপাড়া এলাকায় বলে জানাগেছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত আধঘনটা সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ হাই ওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ মহাসড়কে হাজার হাজার মানুষের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাতীয় পাটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানাযায়, নিহত দম্পতি দু’বছরের শিশু বাচ্চা ও শালিকাকে নিয়ে সিলেটের মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে উলে¬খিত স্থানে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সুরমা পরিবহনের সাথে মূখোমূখি সংর্ঘষ বাধে। এতে মাইক্রো কারটি দুমড়ে মুছড়ে গেলে ঘটনাস্থলেই উক্ত দম্পতির মৃত্যু ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।