নবীগঞ্জ উপজেলা নির্বাচনে ৩৯ কেন্দ্র ঝুকিপূর্ন
সেনা ও বিজিবি মোতায়েন হচ্ছে থাকছে ৯টি মোবাইল কোর্ট,পুলিশের ১৬টি মোবাইল টিম
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ উপজেলা নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল বৃহস্পতিবার থেকে নবীগঞ্জে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উলে¬খ্য,আগামী রবিবার নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৫৪৩টি স্থায়ী ও ৬টি অস্থায়ী কক্ষের জন্য প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগসহ তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ উপজেলার ১১৫টি ভোট কেন্দ্রর মধ্যে ৬২টি অতি গুরুত্বপূর্ণ,১৪টি গুরুত্বপূর্ণ ও ৩৯টি ভোট কেন্দ্রকে সাধারণ ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের দিন ৯টি মোবাইল কোর্ট,পুলিশের ১৬টি মোবাইল টিমের পাশাপাশি সেনাবাহিনী,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি),র্যাব,দাঙ্গা পুলিশ এলাকা ভিত্তিক নিয়োজিত থাকবে বলে গতকাল দুপুরে নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ লুৎফর রহমান তাঁর কার্যালয়ে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।