লজ্জার হারের পরও টপটেনে বাংলাদেশ
সুরমা টাইমস স্পোর্টসঃ ব্যাটাসম্যনদের ব্যর্থতা বাংলাদেশের টপটেন স্বপ্নকে অনিশ্চতায় ফেলে দিয়েছিল।টাইগারদের বেধে দেয়া ১০৯ রানের লক্ষ্য হংকং ১৩.১ওভারে টপকে গেলেই বাছাই পর্ব থেকে বিদায় নিতে হত স্বাগতিকদের।কিন্তু তেমনটি না ঘটায় ওয়ার্ল্ড টুয়েন্টি২০’র টপটেনে পৌছে গেছে বাংলাদেশ।আর তাই সম্ভবনা জাগা সত্বেও কপাল পুড়লো নেপালিদের।হংকংয়ের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। তবে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই দুর্বল হংকং ছক্কা মেরে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে লজ্জায় ফেলে দেয় টাইগারদেরকে। প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা একের পর এক উইকেট খুইয়ে প্যাভিলিয়নে ফিরে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে দেয়।সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে বাংলাদেশের মতো একটি অভিজ্ঞ টিম পুরো ওভারই শেষ করতে পারেনি। তারা মাত্র ১৬.৩ ওভার বল খেলেই সবকটি উইকেট হারিয়ে বসে দুর্বল হংকংয়ের কাছে।
বাংলাদেশ দলের সুপার টেন-এর সূচি
- ২৫ মার্চ, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যা সাড়ে ৭টা (মিরপুর)
- ২৮ মার্চ, বাংলাদেশ-ভারত, সন্ধ্যা সাড়ে ৭টা (মিরপুর)
- ৩০ মার্চ, বাংলাদেশ-পাকিস্তান, বিকাল সাড়ে ৩টা (মিরপুর)
- ১ এপ্রিল, বাংলাদেশ-অস্ট্রেলিয়া, বিকাল সাড়ে ৩টা (মিরপুর)