সিলেটে সোহানের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
সিলেটে কলেজ ছাত্র সোহান ইসলামের খুনীদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। হত্যাকান্ডের ১৮ দিন পেরিয়ে গেলেও এখনও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
শুক্রবারও এলাকার শত শত মানুষ সিলেটের মদন মোহন কলেজের মেধাবী এ ছাত্রের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এসময় নগরীর খুলিয়াপাড়া থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত তারা শোক র্যালী করেন।
শোক র্যালীতে নগরীর খুলিয়াপাড়া, খুলিয়াটুলা, কুয়ারপাড়, শেখঘাট, কাজিরবাজার, মাছুদিঘীরপাড়, লামাবাজার সহ বেশ কয়েকটি এলাকার নারী পুরুষ অংশ নেন। পরে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় নিহত সোহানের মা সাবেক কাউন্সিলর সাহানা বেগম সানু তার পুত্রের খুনিদের গ্রেপ্তার দাবিতে সিলেটব্যাপী আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, সন্ত্রাসীরা রেহাই পেলে আমার মতো আরও অনেক মায়ের বুক খালি হবে।
এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হিরন মিয়া, নিহত সোহানের পিতা তাজুল ইসলাম, সেলিম মিয়া, রফিক ইসলাম, নাসির খান, কাজী মেরাজ, সাহেদ খান, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবুল উদ্দিন আহমদ, জাভেদ খান, লতিফ মিয়া, মাসুক মিয়া, রওশন মিয়া, আজাদ মিয়া, জাকি, কুতুব উদ্দিন খান, সোহেল উদ্দিন আহমদ, মাকসুদ আলম, অজয়, সিরাজ মিয়া, হেলাল মিয়া, হেলাল মিয়া, আউয়াল মিয়া, লিটন মিয়া, মাহফুজ আহমদ কবির, কামরান মিয়া, কাসেম মিয়া, জসিম আহমদ, সাদে আহমদ, জাহাঙ্গীর আলম, মুন্না মিয়া, কবির আহমদ, নজরুল ইসলাম, স্বপন মিয়া, রিপন মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ।
শুক্রবারও এলাকার শত শত মানুষ সিলেটের মদন মোহন কলেজের মেধাবী এ ছাত্রের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এসময় নগরীর খুলিয়াপাড়া থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা পর্যন্ত তারা শোক র্যালী করেন।
শোক র্যালীতে নগরীর খুলিয়াপাড়া, খুলিয়াটুলা, কুয়ারপাড়, শেখঘাট, কাজিরবাজার, মাছুদিঘীরপাড়, লামাবাজার সহ বেশ কয়েকটি এলাকার নারী পুরুষ অংশ নেন। পরে শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তারা।
এ সময় নিহত সোহানের মা সাবেক কাউন্সিলর সাহানা বেগম সানু তার পুত্রের খুনিদের গ্রেপ্তার দাবিতে সিলেটব্যাপী আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, সন্ত্রাসীরা রেহাই পেলে আমার মতো আরও অনেক মায়ের বুক খালি হবে।
এলাকার বিশিষ্ট মুরব্বী নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হিরন মিয়া, নিহত সোহানের পিতা তাজুল ইসলাম, সেলিম মিয়া, রফিক ইসলাম, নাসির খান, কাজী মেরাজ, সাহেদ খান, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, বাবুল উদ্দিন আহমদ, জাভেদ খান, লতিফ মিয়া, মাসুক মিয়া, রওশন মিয়া, আজাদ মিয়া, জাকি, কুতুব উদ্দিন খান, সোহেল উদ্দিন আহমদ, মাকসুদ আলম, অজয়, সিরাজ মিয়া, হেলাল মিয়া, হেলাল মিয়া, আউয়াল মিয়া, লিটন মিয়া, মাহফুজ আহমদ কবির, কামরান মিয়া, কাসেম মিয়া, জসিম আহমদ, সাদে আহমদ, জাহাঙ্গীর আলম, মুন্না মিয়া, কবির আহমদ, নজরুল ইসলাম, স্বপন মিয়া, রিপন মিয়া, আলাউদ্দিন মিয়া প্রমুখ।