চৌকিদেখিতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ : ৩ শ্রমিক আহত

septik_tank_blastসুরমা টাইমস ডেস্কঃ নগরীর চৌকিদেখি এলাকার সেপটিক ট্যাংকিতে শ্রমিকরা কাজের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। শনিবার বিকেল ৫টার সময় চৌকিদেখি এলাকার গুলজান বাগ নামের রংধনু ১২৭/খ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটে। ওই বাসার মালিক প্রবাসী। আহত শ্রমকিরা হচ্ছে-কিশোরগঞ্জের ফেরদৌস (৩৫) সে ওই এলাকার ওসি বাড়ির ভাড়াটিয়া, চাঁদপুরের ইউনুছ (৫৫) তিনি বাগানের শ্রমিক ও আবুল কালাম (৩০)।
তাদেরকে আহতবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান স্থানীয়রা।
জানা যায়, ওই বাসার সেপটিক ট্যাংকের ময়লা বাহিরে চলে আসায় বাসার কেয়ারটেকার বাহাদুর ওইসব শ্রমিকদেরকে শনিবার দুপুরে কাজে লাগান। কাজের একপর্যায়ে বিকট শব্দে সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। সেপটিক ট্যংকটি ৪ তলা ভবনের নিচতলার রান্না ঘর ও ড্রয়িং রুমের নিচে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই স্থানীয়রা ওই শ্রমিকদেরকে উদ্ধার করেন।
এছাড়াও সেপটিক ট্যাংকের ভবনের উপরের অংশ নীচের দিকে দেবে গেছে। ঘটনাস্থলে বিমানবন্দর থানার একদল পুলিশ মোতায়েন রয়েছে।