বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোঘণা এবং পৃথক অনুষ্টানে আজিজপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্ল্যান’র উদ্যোগে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পশ্চিম গৌরীপুর ইউ’পি চেয়ারম্যান লুৎফুর রহমান এবং পরিচালনা করেন প্ল্যান’র প্রকল্প কর্মকর্তা হারুনুর রশীদ।
সভায় প্রধার অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। বিশেষ অতিথি’র বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন, প্ল্যান বাংলাদেশের পিএইচআর প্রোগ্রামের আঞলিক ব্যবস্থাপক জিয়াউর রহমান, প্ল্যান’র কর্মকর্তা সাহিদা সুলতানা, স্থানীয় ইউপি সদস্য মো.ফজির আলী, আব্দুস ছালাম কালাম, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ। সভায় পশ্চিম গৌরীপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষনা করা হয়।
এর আগে সকাল ১১টায় স্থানীয় আজিজপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি’র উদ্বোধন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বাবু মন্তুস সরকারের পরিচালনা সভায় প্রধার অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান । বিশেষ অতিথি’র বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য আব্দুর হান্নান আতাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, সমাজকর্মী খন্দকার আব্দুল হাই, আজম আলী, ফরিদ আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান আজিজপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, বন্যাকবলিত স্থানীয় বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আজিজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।