বালাগঞ্জে জোড়া খুনের ঘাতকদের ফাসির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জে জোড়া খুনের মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পুলিশের উর্ব্ধতন কর্মকর্তাদের নির্দেশে গত ৪নভেম্বর মামলার নথিপত্র সিলেট মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবিতে মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, পুলিশ সব সময়ই সমালোচনার উর্ব্ধে থাকার চেষ্টা করে তাই আরও জোরালো তদন্তের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। এদিকে ইমাম কালা হুজুর ও সিএনজি চালক আরশ আলীর ঘাতক আফিয়া ও তার ছেলে শিমুলের ফাসি দাবী করেছেন বালাগঞ্জের সর্বস্থরের মানুষ। তাছাড়া হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদেরকে চিহ্নিত করে অবিলম্ভে আইনের আওতায় আনার দাবী জানিয়ে এলাকাবাসী ও সর্বস্থরের নাগরিকদের ব্যানারে গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করা হয়েছে। বিকেলে স্থানীয় বোয়ালজুড় বাজার থেকে সর্বস্থরের লোকজনের অংশগ্রহনে প্রায় ৭কিলোমিটার যায়গা অতিক্রম করে এক বিশাল বিক্ষোভ মিছিল বালাগঞ্জ বাজার প্রদক্ষিন করে বাস ও সিএনজি ষ্টেশনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। পরিবহন শ্রমিক জাহির আলীর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাও: আব্দুল মালিক, মাও: আশিকুর রহমান, মাও: হুছাইন আহমদ মিছবাহ, মাও: জয়নাল আবেদীন, সমাজ সেবক শফিকুর রহমান, দেলোয়ার সিকদার, অটোরিক্সা শ্রমিক জহুর আলী, প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে খুনিদের কুশপুত্তলিকা দাহ করেন প্রতিবাদী জনতা। এদিকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বোয়ালজুড় বাজার চালক-শ্রমিকদের উদ্যোগে বৃহস্পতিবার রাতে রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, বদরুল ইসলাম, ছাদির আহমদ, ছালেহ আহমদ, রেখন মিয়া, হীরা মিয়া, গেদাই মিয়া, ফিরোজ মিয়া, লিলু মিয়া, মনছুর আলী, জামাল মিয়া, জিলু মিয়া, সোলম খান,মুহিদ আহমদ, মাছুম মিয়া ও লিটন আহমদ প্রমুখ। এসব কর্মসুচীতে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি লক্ষ করা যায়।