ভালাবাসার টানে সিলেটে এসে আমেরিকান মেয়ের বিয়ে
সুরমা টাইমস ডেস্কঃ নগরীর শাহী ঈদগাহ হাজারীবাগ ৪৯ নং বাসার বাসিন্দা পিতা মোঃ আব্দুল কাদির ও মাতা মিনারা খাতুনের প্রথম পুত্র আব্দুল আহাদ’র সাথে দীর্ঘ ৩ মাস পূর্বে ফেসবুকের মধ্যে দিয়ে সর্ম্পক হয় আমেরিকার সানথা ক্লেফানিয়ার প্রবাসী মৃত রবাম লিং মেনসিল ও ফ্রানাইসকা গ্রথরিয়াম’র মেয়ে ইংগ্রিথ জেনিথ’র সাথে।
তাদের দুজনের ফেসবুক, স্কাইপ এবং মুঠোফোনে কথা আলাপন হয়। তাদের দু’জনের মধ্যে গড়ে উঠে মধুর প্রেমের সর্ম্পক সেই ধারাবাহিকতায় ভালবাসার টানে সর্বশেষ গত ৩০ অক্টোবর আব্দুল আহাদকে বিয়ের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেন ইংগ্রিথ জেনিথ। তার মতামতের ভিত্তিতে গত রোববার রাতে তাদের বিবাহ সম্পন্ন হয়।
ইংগ্রিথ জেনিথ জানান আহাদের ভালাবাসার টানে বাংলাদেশে এসে তাকে বিয়ে করছেন। আব্দুল আহাদ জানান ভালবাসা মানুষের মনের মধ্যে কখন জন্ম নেয় তা কেউ বলতে পারবে না। আমি ইংগ্রিথ জেনিথকে ভালবাসি। তাই তাকে আমার স্ত্রী’র মর্যাদা দিয়েছি।