বিশ্বনাথের চার সংগঠক জাতীসংঘ দিবস সম্মাননা পেলেন
শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ পোয়েটস ক্লাব ও বাংলাদেশ পল্লী সাহিত্য গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে ৬৬তম জাতীসংঘ দিবস উপলক্ষে বিটিভির প্রয়াত ডিজি কবি কাজী আবু জাফর সিদ্দিকি স্মরণে নিবেদিত কবিতা, ছড়া পাঠ, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্বনাথের চার কৃতি সংগঠক কৃতিত্বের সহিত কবিতা ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী হয়ে সুনাম অক্ষুন্ন রাখেন ও জাতীসংঘ দিবস ও সম্মাননা পদক লাভ করেন। বিজয়ীরা হলেন, বাংলাদেশ পোয়েটস ক্লাব বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী (গীতিকাব্যে), গ্রাম বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাউল কবি আজাদুল ইসলাম বাদশা (মুক্তছন্দ ছড়ায়) স্বপ্ন বাংলা পরিষদের সভাপতি কবি এস.পি সেবু (কবিতায়) ‘সমাজ-সব মানুষের জন্য’ সংগঠনের সভাপতি ছড়াকার, এটিএম আব্বাস (রচনায়) উত্তীর্ণ হন। গত (২৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় ঢাকা সেগুন বাগিছা বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্ভোধন করেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিন। কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও তিমুনী খান রিনু ও কবি দেলোয়ার মোহাম্মদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বাঙ্গালী কবি আবদুল খালেক, সাপ্তাহিক আজকের সূর্যদয়ের সম্পাদক সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক, বাংলাদেশ কেন্দ্রীয় নাট্য সংস্থার সভাপতি অভিনেতা আবদুল আজিজ প্রমুখ।