ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান
আহমেদ নাসিম আনসারীঃ ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বিদ্যালয় পরিচালনা পরিষদ এই অনুষ্ঠান আয়োজন করে।
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজগর আলী । বক্তব্য রাখেন অবিভাবক এ্যাড. খোন্দকার মাহাবুব আলম, অধ্যাপক মনজ কুমার, খাইরুল ইসলাম, স্বপন কুমার বিশ্বাস, সুলতান কবির, সমির কুমার বৈদ্য প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক গোলাম সরোয়ার।
অনুষ্ঠানে গত এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসন নাইম যশোর শিক্ষা বের্ডে সম্মিলীত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এরপর ছাত্ররা দেশাত্ববোধক গান পরিবেশন করে।