সানি লিওনের স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিস্ময়কর নেপথ্য প্রধান কাহিনী ফাঁস
সম্প্রতি একটি ভারতীয় ওয়েবসাইট রিপোর্ট করে যে, কানাডিয়ান স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বলিউডের অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনের। তবে এ ঘটনাটির সঙ্গে বাস্তবের কোনো মিল ছিল না। এটি ছিল সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সম্প্রতি আকস্মিকভাবে ‘এপ্রিল ফুল’ এর শিকার হওয়ার ঘটনা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে। ওয়েবসাইটটিতে প্রকাশিত সেই রিপোর্টে ঘটনাটিকে যথাসম্ভব বাস্তব হিসেবে তুলে ধরা হয়। এমনকি তাতে সানির একটি ভুয়া মন্তব্যও যোগ করা হয়।
সানি বলেন, ‘আমি আমার জীবনের অন্যতম সমস্যাবহুল সময় পার করছি। ড্যানিয়েলের সঙ্গে ছাড়াছাড়ির পর আমি একজন ভারতীয় সঙ্গী খুঁজছি। কারণ আমি বিশ্বাস করি তারা তাদের ভালোবাসার প্রতি অনুগত থাকে সারা জীবন।’ সানি ও তার স্বামী যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন। তারা এ খবর দেখে অবাক হয়েছেন। যোগাযোগ করা হলে ড্যানিয়েল এ খবরটির সত্যতা নাকচ করে দেন। তিনি এ খবরে ‘অভিভূত’ হয়েছেন বলেও জানান। এর পর তিনি জানান, তারা একত্রে যুক্তরাষ্ট্রে একটি সুন্দর সময় পার করছেন। তবে সানি এ খবরে তার স্বামীর মতো ‘অভিভূত’ হননি। তিনি একটি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভুয়া রিপোর্টটির লিংক পোস্ট করেন এবং জানান, তিনি তার স্বামীকে পাগলের মতো ভালোবাসেন। আর এ ধরনের রিপোর্টের কোনো ভিত্তি নেই।